সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ, জুলাই সনদের বাস্তবায়নের দাবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান রাজনৈতিক হস্তক্ষেপে আজ দুর্বল হয়ে পড়েছে, যার মূল্য দিতে হচ্ছে জনগণকে।” তিনি এ অবস্থা আর চলতে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন।
সোমবার (২৮ জুলাই) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি জানান,
“জনগণের ম্যান্ডেট পেলে জামায়াত সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে স্বাধীনভাবে পরিচালনার জন্য স্বতন্ত্র সংস্থা গঠনের পক্ষে থাকবে। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট।”
এর আগে ২৬ জুলাই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদদের স্মরণসভাতে তিনি শহীদ পরিবারগুলোর পুনর্বাসন ও চাকরির ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি বলেন,
“এটা কোনো অনুকম্পা নয়, বরং শহীদ পরিবারগুলোর প্রাপ্য অধিকার। আমরা কোটা নয়, মর্যাদার ভিত্তিতে চাকরি নিশ্চিত করতে চাই।”
জুলাই সনদের বাস্তবায়ন না হওয়া প্রসঙ্গে তিনি আক্ষেপ করে বলেন,
“আজও শহীদদের যথাযথ সম্মান দেওয়া হয়নি। আমরা তাদের ন্যায্য অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে ভিক্ষা করেও তাদের সম্মানের জীবন নিশ্চিত করব, কিন্তু ন্যায়বিচারে ছাড় দেব না।”