গাজায় মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা জার্মানি ও স্পেনের
গাজায় চলমান মানবিক সংকট মোকাবেলায় জার্মানি ও স্পেন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস ঘোষণা দিয়েছেন, তার দেশের প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করে গাজায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠাবেন। তিনি বলেন,
“এটি সামান্য সহায়তা হলেও গাজার মানুষের পাশে দাঁড়াতে আমরা আনন্দিত।”
অন্যদিকে, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনো জানিয়েছেন, জর্ডানের সহযোগিতায় প্যারাশুটের মাধ্যমে সহায়তা পাঠাবে স্পেন।
তিনি বলেন,
“এটি সমুদ্রে একফোঁটা জলের মতো হলেও, আমাদের দায়িত্ব পালনের অংশ।”
স্পেন আগস্টের প্রথম দুই সপ্তাহে প্রায় ৫,০০০ মানুষের জন্য খাদ্য সহায়তা পাঠানোর পরিকল্পনা করেছে। পাশাপাশি, তিনি গাজার জন্য স্থলপথে বাধাহীন মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এ সহযোগিতার উদ্দেশ্য—গাজায় চরম খাদ্য ও চিকিৎসা সংকটের মধ্যে থাকা হাজারো মানুষের পাশে দাঁড়ানো।